কেমন যেন হয়ে আছে আকাশটা
অনেক স্মৃতি ছিল রংরঙা
হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে
খুঁজছে তোমার ঠিকানা
কোথায় লুকিয়ে মেঘের ঘন ঘটাঁ
কোথায় হারিয়ে রুপালি দুপুর
অনেক অভিমানি হয়ে মনটা আমার
খুঁজছে তোমার ঠিকানা
এই পথটা ধরে
জানি হেটেছিলাম দুজন
গড়ব বলে সুখের নাটাই
রুপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল
এসনা আবার সবটাই সাজাই
তুমি কোথায় আছ, আমি কোথায় আছি
কেন যে আজ দুজন দুদিকে ভাসি
আমি কোথায় আছি,তুমি কোথায় আছ,
কেন যে আজ দুজন দুদিকে ভাসি
ও ও ও ও ...
ও ও ও ও ও ও
কেমন যেন হয়ে আছে শহর টা ,
মানুষ গুলো থমকে একা
অবাক তাকিয়ে থাকা দুর আরো দুর .
হারিয়ে সুরের সিমানা
কোথাও বইছে মোহের মাতাল হাওয়া .
কোথাও উড়ছে স্নৃতির পায়রা .
আলোর দিন আর রাতের আধার টা
করছে ভোরের অপেক্ষা .
এই পথটা ধরে জানি হেটে ছিলাম দুজন ,
গড়বো বলে সুখের নাটাই ,
রুপালি রোদ আর বৃষ্টি বিলাসি বিকেল
এসোনা আবার সবটাই সাজাই .
তুমি কোথায় আছ, আমি কোথায় আছি
কেন যে আজ দুজন দুদিকে ভাসি
আমি কোথায় আছি,তুমি কোথায় আছ,
কেন যে আজ দুজন দুদিকে ভাসি
তুমি কোথায় আছ, আমি কোথায় আছি
কেন যে আজ দুজন দুদিকে ভাসি
আমি কোথায় আছি,তুমি কোথায় আছ,
কেন যে আজ দুজন দুদিকে ভাসি
ও ও ও ও ও ও ও ও...
ও ও ও ও ও ও ও ও ও ও