menu-iconlogo
huatong
huatong
avatar

Palki Te Bou Chole Jai

Mita Chatterjeehuatong
RanaBhattacherjeehuatong
Testi
Registrazioni
ও সোনা রেশমি জোছনায়

ঐ পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়,

ঐ পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়।

তাতা ধিন ধিনাক ধিনাক

জলে দীপ জোনাক জোনাক,

তাতা ধিন ধিনাক ধিনাক

জলে দীপ জোনাক জোনাক,

পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়,

ঐ পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়।।

লাল চেলি আর, সাতনরী হার,

চন্দনের সাজে,

মৌসুমী ঐ, মন জুড়ে তার,

সানাই যে বাজে।

লাল চেলি আর, সাতনরী হার,

চন্দনের সাজে,

মৌসুমী ঐ, মন জুড়ে তার,

সানাই যে বাজে।

কনের ঐ লাজুক চোখে

যেন ঐ কিসের ঝোঁকে

সোহাগের ফুল ঝরে যায়, হায়রে

পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়,

ঐ পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়।।

রাত মধুময়, চাঁদ জেগে রয়,

পিয়ালের ফাঁকে,

আজ কুহু যে, সব ভুলে সে,

ডাকেরে ডাকে।

রাত মধুময়, চাঁদ জেগে রয়,

পিয়ালের ফাঁকে,

আজ কুহু যে, সব ভুলে সে,

ডাকেরে ডাকে।

মিলনের সুরে সুরে

বাঁশি কে বাজায় দূরে,

কি যাদু আমায় করে যায়, হায়রে

পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়,

ঐ পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন মরে যায়।

তাতা ধিন ধিনাক ধিনাক

জলে দীপ জোনাক জোনাক,

তাতা ধিন ধিনাক ধিনাক

জলে দীপ জোনাক জোনাক,

পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়,

ঐ পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়

ঐ পালকিতে বউ চলে যায় হায়রে

শরমে মন ভরে যায়

Altro da Mita Chatterjee

Guarda Tuttologo

Potrebbe piacerti