menu-iconlogo
huatong
huatong
moheener-ghoraguli-bappy-rlb--by-bappy-cover-image

BAPPY RLB- পৃথিবীটা নাকি ছোট হতে হতে BY BAPPY

Moheener Ghoragulihuatong
BaPpY❣️R.L.B.❣️huatong
Testi
Registrazioni
বাপ্পী (আর এল বি)

পৃথিবীটা নাকি ছোট হতে হতে

স্যাটেলাইট আর কেবলের হাতে,

ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী...

আ হা হা হা আ হা

আ হা হা হা আ হা

আ হা হা

ঘরে বসে সারা দুনিয়ার সাথে,

যোগাযোগ আজ হাতের মুঠোতে,

ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি...

আ হা হা হা আ হা

আ হা হা হা আ হা

আ হা হা হা

ভেবে দেখেছো কী,

তারারাও যত আলোকবর্ষ দূরে,

তারও দূরে,

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

ভেবে দেখেছো কী,

তারারাও যত আলোকবর্ষ দূরে,

তারও দূরে,

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

সারি সারি মুখ আসে আর যায়,

নেশাতুর চোখ টিভি পর্দায়,

পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি...

আ হা হা হা আ হা

আ হা হা হা আ হা

আ হা হা

পাশাপাশি বসে একসাথে দেখা,

একসাথে নয় আসলে যে একা,

তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি...

আ হা হা হা আ হা

আ হা হা হা আ হা

আ হা হা হা

ভেবে দেখেছো কী,

তারারাও যত আলোকবর্ষ দূরে,

তারও দূরে,

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

ভেবে দেখেছো কী,

তারারাও যত আলোকবর্ষ দূরে,

তারও দূরে,

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

বাপ্পী (আর এল বি)

স্বপ্ন বেচার চোরাকারবার,

জায়গাতো তো নেই তোমার আমার,

চোখ ধাঁধানোর এই খেলা শুধু বঙ্গী...

আ হা হা হা আ হা

আ হা হা হা আ হা

আ হা হা

তার চেয়ে এসো খোলা জানালায়,

পথ ভুল করে কোন রাস্তায়,

হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী

আ হা হা হা আ হা

আ হা হা হা আ হা

আ হা হা হা

ভেবে দেখেছো কী,

তারারাও যত আলোকবর্ষ দূরে,

তারও দূরে,

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে.

ভেবে দেখেছো কী,

তারারাও যত আলোকবর্ষ দূরে,

তারও দূরে,

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে.

বাপ্পী (আর এল বি)

Altro da Moheener Ghoraguli

Guarda Tuttologo

Potrebbe piacerti