রির্টান টিকেট হাতে লইয়া
রির্টান টিকেট হাতে লইয়া
আইসাছি এই দুনিয়া
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
রির্টান টিকেট হাতে লইয়া
আইসাছি এই দুনিয়া
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
ও মন কোন গাড়িতে আইসাছিলাম
কোন গাড়িতে যাব
দুই দিনের এই ইস্টিশনে
সেই কথা কি ভাবোরে মন
সেই কথা কি ভাবো
কোন গাড়িতে আইসাছিলাম
কোন গাড়িতে যাব
দুই দিনের এই ইস্টিশনে
সেই কথা কি ভাবোরে মন
সেই কথা কি ভাবো
খবর ছাড়াই বইসা আছো
খবর ছাড়াই বইসা আছো
কোন স্বজনের অপেক্ষায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
ও মন নিক্তি মেপে মালসামানের
হিসাব দিতে হবে
বাধলে সিকি সেই হিসাবের
সময় কি আর রবে ওমন
সময় কি আর রবে
নিক্তি মেপে মালসামানের
হিসাব দিতে হবে
বাধলে সিকি সেই হিসাবের
সময় কি আর রবে ওমন
সময় কি আর রবে
ভেজাল সহ ধরবো যখন
ভেজাল সহ ধরবো যখন
পরবা কঠিন অবস্থায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
রির্টান টিকেট হাতে লইয়া
রির্টান টিকেট হাতে লইয়া
আইসাছি এই দুনিয়া
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
টাইম হইলে যাইতে হবে
যাওয়া ছাড়া নাই উপায়
সমাপ্ত