menu-iconlogo
huatong
huatong
moni-kishore-ami-more-gele-cover-image

Ami More Gele

Moni Kishorehuatong
⭕✴️𝐇𝐌-𝐇𝐔𝐒𝐒𝐀𝐈𝐍✴️⭕GBFhuatong
Testi
Registrazioni
আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা

ওখানেই শেষ করে দিও

চাইবনা কিছুই তোমার

শুধু,মনে রেখো কোন একদিন....

ভালোবেসে ছিলাম তোমায়

ও...ভালোবেসে ছিলাম তোমায়

পুরনো স্মৃতিগুলো,মন থেকে তুমি মুছে দিও

আবার নতুন করে,এ জীবন সাজিয়ে নিও.....

পুরনো স্মৃতিগুলো,মন থেকে তুমি মুছে দিও

আবার নতুন করে,এ জীবন সাজিয়ে নিও

সেই চেনা সুরে, সেই চেনা নাম ধরে,

ডেকো না আমায়

শুধু মনে রেখো কোন একদিন..

ভালোবেসে ছিলাম তোমায়

ও...ভালোবেসে ছিলাম তোমায়

কখনো ভুল করে,সমাধিতে ফুল দিও না

আমার মরণ দিনে,চোখে জল তুমি এনো না...

কখনো ভুল করে,সমাধিতে ফুল দিও না

আমার মরণ দিনে,চোখে জল তুমি এনো না

থাকনা ভরে,সমাধির পরে,ঝরানো পাতায়

শুধু মনে রেখো কোন একদিন

ভালোবেসে ছিলাম তোমায়

ও...ভালোবেসে ছিলাম তোমায়

আমি মরে গেলে জানি তুমি কাঁদবেনা

ওখানেই শেষ করে দিও

চাইবনা কিছুই তোমার

শুধু,মনে রেখো কোন একদিন....

ভালোবেসে ছিলাম তোমায়

ও...ভালোবেসে ছিলাম তোমায়

Altro da Moni Kishore

Guarda Tuttologo

Potrebbe piacerti