menu-iconlogo
huatong
huatong
monir-khan-r-jeno-vul-na-hoy-cover-image

আর যেন ভুল না হয় R jeno vul na hoy

Monir Khanhuatong
ocasiocarlos34huatong
Testi
Registrazioni
শিরোনাম: আর যেন ভুল না হয়

M আর যেন ভুল না হয়...

একটি ভুলে কাঁদে দু'টি হৃদয়

M আর যেন ভুল না হয়...

একটি ভুলে কাঁদে দু'টি হৃদয়

প্রতিটি পলকে রেখো চোখে চোখে

কখনো আসেনা যেন, হারাবার ভয়

F আর যেন ভুল না হয়...

একটি ভুলে কাঁদে দু'টি হৃদয়

প্রতিটি পলকে রেখো চোখে চোখে

কখনো আসেনা যেন, হারাবার ভয়

M আর যেন ভুল না হয়

ভুল না হয়

F ও....এত প্রেম আছে ছোট্ট এ বুকে

আরও আগে বুঝিনি কেনো....

আরও আগে বুঝিনি কেনো....

M ও... সব চাওয়া পাওয়া পূর্ণ না হতে

মরনও আসে না যেনো .....

মরনও আসে না যেনো......

F যতদিন বাঁচি, রবো কাছাকাছি

তবু এ বাসনা জানি

ফুরাবার নয়.....

M আর যেনো ভুল না হয়..

ভুল না হয়....

এই মিউজিকটি যদি

ভালো লেগে থাকে

তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন

M ও...শতবার আমার জন্ম যদি হয়

তোমাকেই, যেনো আমি পাই.....

তোমাকেই যেনো আমি পাই

F ও.....অন্তরে তবু তৃষ্ণা রবে গো

মনে হবে, আরো বেশী চাই...

মনে হবে আরো বেশী চাই..

M আমি যে তোমারই

তুমি ও আমারই

জনমে জনমে রবে এই পরিচয়

F আর যেন ভুল না হয়...

একটি ভুলে কাঁদে দু'টি হৃদয়

প্রতিটি পলকে রেখো চোখে চোখে

কখনো আসেনা যেন, হারাবার ভয়

M আর যেন ভুল না হয়...

একটি ভুলে কাঁদে দু'টি হৃদয়

প্রতিটি পলকে রেখো চোখে চোখে

কখনো আসেনা যেন, হারাবার ভয়

আর যেনো ভুল না হয়..

F ভুল না হয়....

Altro da Monir Khan

Guarda Tuttologo

Potrebbe piacerti