menu-iconlogo
huatong
huatong
monir-khan-jor-kore-valobasha-hoy-cover-image

জোর করে ভালবাসা হয় না Jor Kore Valobasha Hoy

Monir Khanhuatong
ribajudyhuatong
Testi
Registrazioni

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

তাই তো তুমার থেকে দূরে সরে আছি

দূরে সরে আছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

যখনই জেনেছি ওই বুকেরী ভেতর

মন বলে কিছু নেই সবইতো পাথর

যখনই জেনেছি ওই বুকেরী ভেতর

মন বলে কিছু নেই সবইতো পাথর

সেই থেকে মরে গেছে মন মৌমাছি

তাই তো তুমার থেকে দূরে সরে আছি

দূরে সরে আছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

যখনই দেখেছি ওই নরম হাতে

হাত ধরে চলেছ পরেরই সাথে

যখনই দেখেছি ওই নরম হাতে

হাত ধরে চলেছ পরেরই সাথে

সেই থেকে মরে গেছে মন মৌমাছি

তাই তো তুমার থেকে দূরে সরে আছি

দূরে সরে আছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

তাই তো তুমার থেকে দূরে সরে আছি

দূরে সরে আছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

Altro da Monir Khan

Guarda Tuttologo

Potrebbe piacerti