menu-iconlogo
logo

Tumi Akti Diner Bebodhaney

logo
Testi
তুমি একটি দিনের ব্যবধানে..,

দূরের মানুষ হয়ে গেলে..,

তুমি একটি দিনের ব্যবধানে..,

দূরের মানুষ হয়ে গেলে..,

এমনতো ছিলোনা কথা..,

ভিজিয়ে দুচোখের পাতা..,

এবুকে চিতার আগুন যাবে তুমি জ্বেলে..,

তুমি দূরের মানুষ মানুষ হয়ে গেলে।

তুমি একটি দিনের ব্যবধানে..,

দূরের মানুষ হয়ে গেলে...।

কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দায়িত্ব

যে ক্ষতি করেছো আমার হয়না তুল্য,

চোখের জ্বলে শুধু দিয়ে যাই মূল্য,

যে ক্ষতি করেছো আমার হয়না তুল্য,

চোখের জ্বলে শুধু দিয়ে যাই মূল্য,

একদিন মুখোমুখি জানবো কতটা সুখি,

কখোনো দেখা যদি মেলে...

দূরের মানুষ হয়ে গেলে...।

তোমারি বিরহ আগুন এবুকে জ্বলছে,

তবুও তোমার নাম পোড়া বুক বলছে,

তোমারি বিরহ আগুন এবুকে জ্বলছে,

তবুও তোমার নাম পোড়া বুক বলছে,

ভালো যে বাসিয়ে গেলে..

শ্রাবনে ভাসিয়ে গেলে..

বলোনা কি সুখ তুমি পেলে...

দূরের মানুষ হয়ে গেলে...

তুমি একটি দিনের ব্যবধানে...

দূরের মানুষ হয়ে গেলে...

তুমি একটি দিনের ব্যবধানে...

দূরের মানুষ হয়ে গেলে...

এমনতো ছিলোনা কথা...

ভিজিয়ে দুচোখের পাতা...

এবুকে চিতার আগুন যাবে তুমি জ্বেলে...

তুমি দূরের মানুষ মানুষ হয়ে গেলে।

তুমি একটি দিনের ব্যবধানে...

দূরের মানুষ হয়ে গেলে...।

ধন্যবাদ

লাইক দিন প্লিজ