menu-iconlogo
huatong
huatong
monpura-sonar-moyna-pakhi-erana-cover-image

sonar moyna pakhi //ERANA

Monpurahuatong
➳🅂🄰🄽🄸🄰➳🅰🆂🅱🇧🇩huatong
Testi
Registrazioni
""ASB""

Welcom to ASB Family

Amar sonar moyna pakhi

Uploade by ERANA

আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে

দিয়া মোরে ফাঁকি রে

আমার সোনার ময়না পাখি

সোনা বরণ পাখিরে আমার

কাজল বরণ আঁখি

দিবানিশি মন চায়রে

বাইন্ধা তরে রাখি রে

আমার সোনার ময়না পাখি

দেহ দিছি প্রাণরে দিছি

আর নাই কিছু বাকী

শত ফুলের বাসন দিয়ারে

অঙে দিছি মাখি রে

আমার সোনার ময়না পাখি

যাইবা যদি নিঠুর পাখি

ভাসাইয়া মোর আঁখি

এ জীবন যাবার কালে রে

ও পাখি রে

একবার যেন দেখি রে

আমার সোনার ময়না পাখি ।।

Altro da Monpura

Guarda Tuttologo

Potrebbe piacerti