menu-iconlogo
huatong
huatong
avatar

শিল্পী আসিফ এর গান সংসার মানে তোমার আমার

MrIslam053huatong
মোহাম্মদদিদারুলইসলামhuatong
Testi
Registrazioni
সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প

সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প,

সংসার মানে মাসের শেষে টাকার হিসেব অল্প।

সংসার মানে সারাদিন টুকটাক ঝগড়া,

সংসার মানে রাত্রিবেলায় ভালোবাসার আখড়া।

সংসার মানে তোমার আমার স্বপ্নে বাধাই বুক,

তুমি আমি ছাড়াও রইলো উঠোন ভরা সুখ,

তুমি আমি ছাড়াও রইলো উঠোন ভরা সুখ।

আপলোড মোঃ দিদারুল ইসলাম

দয়া করে কেউ কপি করবেন না

সংসার মানে শীতের সকালে

তোমার রোদ পোহানো,,

সংসার মানে বেলকনিতে

সুতির শাড়ি শুকানো॥

সংসার মানে শীতের সকালে

তোমার রোদ পোহানো,,

সংসার মানে বেলকনিতে

সুতির শাড়ি শুকানো॥

সংসার মানে ছাদের উপর টবের পরিচর্যা,

সংসার মানে অহেতুক কিছু চোখের পানি খরচা,

সংসার মানে অহেতুক কিছু চোখের পানি খরচা।

কপি করা দন্ডনীয় অপরাধ কেউ কপি করবেন না

সংসার মানে টেলিভিশনে

হুমায়ূন স্যারের নাটক,,

সংসার মানে ছুটির দিনে

ঘরের ভেতর আটক॥

সংসার মানে টেলিভিশনে

হুমায়ূন স্যারের নাটক,,

সংসার মানে ছুটির দিনে

ঘরের ভেতর আটক॥

সংসার মানে তোমার ঘরে আমার স্বীকৃতি,

সংসার মানে আমার ঘরে তুমি অতিথি,

সংসার মানে আমার ঘরে তুমি অতিথি।

সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প,

সংসার মানে মাসের শেষে টাকার হিসেব অল্প।

সংসার মানে সারাদিন টুকটাক ঝগড়া,

সংসার মানে রাত্রিবেলায় ভালোবাসার আখড়া।

সংসার মানে তোমার আমার স্বপ্ন বাধাই বুক,

তুমি আমি ছাড়াও রইলো উঠোন ভরা সুখ,

তুমি আমি ছাড়াও রইলো উঠোন ভরা সুখ।

Altro da MrIslam053

Guarda Tuttologo

Potrebbe piacerti