menu-iconlogo
huatong
huatong
avatar

আমি ব্ধু সেজে থাকব

M.S.REZAhuatong
এমএসরেজাhuatong
Testi
Registrazioni
--Aami Badhu Seje Thakbo--

Part- 1 Female

Part- 2 Male

==================

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

==============

সুখেরই সানাই বাজে

আমার এই বুকের মাঝে

তুমি ছাড়া কিছু ভালো লাগেনা যে

ফুলেরই বাসর ঘরে

তোমাকে বুকে ধরে

আদরে আদরে দেবো পাগল করে

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

==============

মধুর মিলন রাতে

প্রেমেরই জোছনাতে

এ জীবন তুলে দেবো তোমার হাতে

এই হৃদয় ডেকে বলে

চাওয়ার আগুন যে জ্বলে

বেড়ে যায় সে আগুন পলে পলে

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

এই ছোট্ট জীবনে চাইনা কিছু আর

শুধুই ভালোবেসো

আমি বধু সেজে থাকবো

তুমি পালকি নিয়ে এসো

শুভ দৃষ্টি বিনিময়ে

তুমি মিষ্টি করে হেসো

================

Altro da M.S.REZA

Guarda Tuttologo

Potrebbe piacerti