menu-iconlogo
huatong
huatong
avatar

Bonnera Bone Roy | বন্নেরা বনে রয়

Nasirhuatong
balpennen3huatong
Testi
Registrazioni
বন্যেরা বনে রয় তুমি এ বুকে

ব্যান্ডঃইভস

এলবামঃভাংচুর প্রেম

বন্যেরা বনে রয়

তুমি এ বুকে

তুমি সুখী হবে

আমার সুখে

বন্যেরা বনে রয়

তুমি এ বুকে

তুমি সুখী হবে

আমার সুখে

তোমার জন্ম শুধু

আমারই জন্য

চিরন্তন এ কথা সত্য রবে।

বন্যেরা বনে রয় তুমি এ বুকে

তুমি সুখী হবে আমার সুখে

সুর্যটা ভালোবাসে ওই চাঁদকে

নিজের আলো দিয়ে

সাজায় তাকে

কিংবদন্তী হয়ে আকাশেই রয়

তার চেয়ে সুন্দর তুমি বিস্ময়

সূর্যটা ভালোবাসে ওই চাঁদকে

নিজের আলো দিয়ে

সাজায় তাকে

কিংবদন্তি হয়ে আকাশেই রয়

তার চেয়ে সুন্দর তুমি বিস্ময়

বন্যেরা বনে রয় তুমি এ বুকে

তুমি সুখী হবে আমার সুখে

ঝরণা ছন্দ খোজে

তোমার চলায়

ঝিনুক মুক্তা গড়ে

দিতে উপহার

এই সময় যে

অধর আমার

তোমার অধরে মেলাতে চায়

ঝরনা ছন্দ খোঁজে

তোমার চলায়

ঝিনুক মুক্ত গড়ে

দিতে উপহার

এই সময় যে

অধর আমার

তোমার অধরে মিলাতে চায়

বন্যেরা বনে রয় তুমি এ বুকে।

Altro da Nasir

Guarda Tuttologo

Potrebbe piacerti