আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে
আর কিছু হারাবার দুঃখ নেই
আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে
আর কিছু হারাবার দুঃখ নেই
মনেরই অরণ্য হয়ে গেছে শূন্য
মরুর বুকে যেমন বৃক্ষ নেই
আর কিছু হারাবার দুঃখ নেই
আর কিছু হারাবার দুঃখ নেই
নিঃস্ব হয়ে গেছি যেমন নিঃস্ব করে বৈশাখী ঝড়
আপন করে শেষে করেছো পর
নিঃস্ব হয়ে গেছি যেমন নিঃস্ব করে বৈশাখী ঝড়
আপন করে শেষে করেছো পর
কোনো পরাজয় তোমার সে নয়
হৃদয় ভাঙার কোনো সাক্ষ্য নেই
আর কিছু হারাবার দুঃখ নেই
আর কিছু হারাবার দুঃখ নেই
স্বপ্ন ভেঙে গেছে, জীবন থমকে আছে, নেই চোখে জল
জীবন এখন আমার শেষ সম্বল
স্বপ্ন ভেঙে গেছে, জীবন থমকে আছে, নেই চোখে জল
জীবন এখন আমার শেষ সম্বল
তুমি নিশ্চয় পাবে আশ্রয়
শুধু আমার কোনো লক্ষ্য নেই
আর কিছু হারাবার দুঃখ নেই
আর কিছু হারাবার দুঃখ নেই
আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে
আর কিছু হারাবার দুঃখ নেই
যা কিছু হারাবার হারিয়ে গেছে
আর কিছু হারাবার দুঃখ নেই
মনেরই অরণ্য হয়ে গেছে শূন্য
মরুর বুকে যেমন বৃক্ষ নেই
আর কিছু হারাবার দুঃখ নেই
আর কিছু হারাবার দুঃখ নেই