মাথা নষ্ট সিনেমার গান
অন্তর দিলাম দলিল করে
অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে
অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে
জনে জনে বললাম দৌড়ে দৌড়ে
তোমাকে না পেলে যাবো মরে
F* অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে
অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে
আমি কিছু চাইনা তোমায় পরে
তোমাকে না পেলে যাবো মরে
M* অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে
ওয়েট……………….
ও ও ….তোমাকে মন শুধু ভালোবেসেছে
তোমার কাছে এসেছে
F*ও ও …..এই দুটি চোখ শুধু
তোমায় চেয়েছে তোমায় খুজে পেয়েছে
M*কিছু নেই জীবনে তোমারি বিহনে
দূরে আর বলোনা থাকি কি করে
F* অন্তর দিলাম দলিল করে
প্রেমও দিলাম পরান বরে
M*জনে জনে বললাম দৌড়ে দৌড়ে
তোমাকে না পেলে যাবো মরে
F* অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে
ওয়েট…………………..
F*ও….এই দুটি হাত দিলাম
তোমায় বাড়িয়ে যাব কোথায় হারিয়ে
M* ও...জীবনের সুখ খুঁজে নেব দুজনে
প্রেমের ছোট্ট জীবনে
F*কি কথা শোনালে কি আগুন জরালে
তোমাকে পেতে চাই সাজানো বাসরে
অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে
জনে জনে বললাম দৌড়ে দৌড়ে
তোমাকে না পেলে যাবো মরে
অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে
আমি কিছু চাইনা তোমায় পরে
তোমাকে না পেলে যাবো মরে
M* অন্তর দিলাম দলিল করে
প্রেম ও দিলাম পরান বরে