menu-iconlogo
huatong
huatong
nihas-ekti-bochor-pore-elo-ramjan-cover-image

Ekti Bochor Pore Elo Ramjan

NihAshuatong
💞𝑵𝒊𝒉𝑨𝒔💃𝒀𝑶★𝒀𝑶💃🇧🇩.huatong
Testi
Registrazioni
একটি বছর পরে এলো

আবার নতুন দিনের আগমন

পহেলা বৈশাখের দিনে

ফুল নিয়ে আসে কত প্রিয় জনেই

আমার প্রিয় জন কই

সে আসবে বলে তাই

আজো আমি ফুল নিয়ে

দাড়িয়ে রই সে আসবে বলে

তাই আজো আমি ফুল নিয়ে

দাড়িয়ে রই

একটি বছর পরে এলো

আবার নতুন দিনের আগমন

পহেলা বৈশাখের দিনে

ফুল নিয়ে আসে কত প্রিয় জনেই

আমার প্রিয় জন কই

সে আসবে বলে তাই আজও

আমি ফুল নিয়ে দাড়িয়ে রই

সে আসবে বলে তাই আজো আমি

ফুল নিয়ে দাড়িয়ে রই

ঈদের আনন্দ বৈশাখের জিলিক

আমার জীবনে যেন না আসে

দুঃখ যেমন বুকে করছে বসত

চিরদিন থাকে যেন হৃদয় বসে

ঈদের আনন্দ বৈশাখের জিলিক

আমার জীবনে যেন না আসে

দুঃখ যেমন বুকে করছে বসত

চিরদিন থাকে যেন হৃদয় বসে

আমার প্রিয় জন কই

সে আসবে বলে তাই আজো আমি

ফুল নিয়ে দাড়িয়ে রই

সে আসবে বলে তাই আজো আমি

ফুল নিয়ে দাড়িয়ে রই

সবাই কত হয় রে সুখি

আমার জীবনে সুখ নাই

সুখ হবে কেমনে বলো না বিদি

আমার যে জনম বিথায়

সবাই কত হয় রে সুখি

আমার জীবনে সুখ নাই

সুখ হবে কেমনে বলো না বিদি

আমার যে জনম বিথায়

আমার প্রিয় জন কই

সে আসবে বলে তাই আজো

আমি ফুল নিয়ে দাড়িয়ে রই

সে আসবে বলে তাই আজো

আমি ফুল নিয়ে দাড়িয়ে রই

একটি বছর পরে এলো

আবার নতুন দিনের আগমন

পহেলা বৈশাখের দিনে

ফুল নিয়ে আসে কত

প্রিয় জনেই আমার

প্রিয় জন কই সে আসবে

বলে তাই আজো আমি

ফুল নিয়ে দাড়িয়ে রই

সে আসবে বলে তাই

আজো আমি ফুল নিয়ে

দাড়িয়ে রই

Altro da NihAs

Guarda Tuttologo

Potrebbe piacerti