menu-iconlogo
huatong
huatong
nusraat-fariamaster-d-ami-chai-thakte-cover-image

Ami Chai Thakte

Nusraat Faria/Master-Dhuatong
mike.scholtehuatong
Testi
Registrazioni
ভেবেছি (নুসরাত ফারিয়া)

বারে-বারে প্রেমে পড়েছি

মনে তারই ছবি এঁকেছি

আর ভালোবাসা কী আমি বুঝেছি-ছি

মন ফেরে না (Master D, yo)

ঘরে ফেরে না (Yeah-hey)

বল না কী করি আজ আমি তোকে নিয়ে?

মন সহে না (Mm-hmm)

এই যন্ত্রনা (নারে না)

উদাসী হয়ে ভেবে যাই তোকে

তোর মনের মাঝেতে, তোর কথার ভাঁজেতে

তোর ভাবনাগুলোতে আমি চাই থাকতে

তোর ঝুমকা দোলাতে, তোর হাতের চুড়িতে

তোর লাল-লাল ঠোঁটে আমি চাই থাকতে

ওরে কী জাদু তুই করলি, কেড়ে নিলি ঘুম!

হয়ে যাব আমি loca, my heart goes boom, boom, boom

ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি (Aha)

মনে ঝড় ওঠে যখন তোরে চোখে দেখি

মন ফেরে না (ফেরে না)

ঘরে ফেরে না (ফেরে না)

বল না কী করি আজ আমি তোকে নিয়ে?

মন সহে না (সহে না)

এই যন্ত্রনা (Yeah, yeah)

উদাস হয়ে ভেবে যাই তোকে

তোর মনের মাঝেতে, তোর কথার ভাঁজেতে

তোর ভাবনা গুলোতে আমি চাই থাকতে

তোর ঝুমকা দোলাতে, তোর হাতের চুড়িতে

তোর লাল-লাল ঠোঁটে আমি চাই থাকতে

তোর হাতের ছোঁয়াতে (Oho)

তোর ঘুমের ঘোরেতে (Yeah, yeah)

তোকে স্বপ্ন দেখাতে

আমি চাই থাকতে

তোর স্বপ্ন গুলোতে (Mm-hmm)

তোর নাকের নোলকে (Oho)

তোর গালের তিলেতে (Aha)

আমি চাই থাকতে

তোর মনের মাঝেতে, তোর কথার ভাঁজেতে

তোর ভাবনা গুলোতে আমি চাই থাকতে

তোর ঝুমকা দোলাতে, তোর হাতের চুড়িতে

তোর লাল লাল ঠোঁটে আমি চাই থাকতে

Altro da Nusraat Faria/Master-D

Guarda Tuttologo

Potrebbe piacerti