menu-iconlogo
huatong
huatong
avatar

Maj rate Chad Jodi

Obscurehuatong
gavaruj3huatong
Testi
Registrazioni
মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

আকাশের বুক চিরে যদি ঝরে জল

বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো

আকাশের বুক চিরে যদি ঝরে জল

বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো

সরোবরে যদি ফোটে রক্ত কমল

অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

রূপালী বিজলী যদি নিরব থাকে

কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি

রূপালী বিজলী যদি নিরব থাকে

কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি

স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে

বুঝে নিও আমি আছি কাছাকাছি।

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আধাঁরে মিলায়

বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।

Altro da Obscure

Guarda Tuttologo

Potrebbe piacerti

Maj rate Chad Jodi di Obscure - Testi e Cover