menu-iconlogo
huatong
huatong
Testi
Registrazioni
তুমি চাইলেই ঠিকই পারতে

ছায়া হয়ে পাশে থাকতে

তুমি পাগল এ আমিটাকে

বুকে জড়িয়ে রাখতে

তুমি চাইলেই ঠিকই পারতে

ভালোবাসাটুকু বাঁচিয়ে রাখতে

শত রঙে সাজিয়ে তাকে

আমায় নিয়ে বাঁচতে

কী ভুল ছিল আমার?

কেড়ে নিয়েছো সব অধিকার

শুধুশুধুই ভালোবেসেছি

বৃথাই স্বপ্ন বুনেছি

নিজের সাথেই লড়ে আমি

নিজের কাছে হেরেছি

শুধুশুধুই ভালোবেসেছি

বৃথাই স্বপ্ন বুনেছি

নিজের সাথেই লড়ে আমি

নিজের কাছে হেরেছি

তুমি চাইলেই ঠিকই পারতে

গড়তে সেই ছোট্ট সংসার

যার স্বপ্ন দেখিয়ে তুমি

সাজিয়েছিলে পৃথিবী আমার (পৃথিবী আমার)

তুমি চাইলেই ঠিকই পারতে

জানালার পর্দা সরিয়ে

প্রভাতের ঐ মিষ্টি আলোয়

আমার ঘুম ভাঙাতে

কী ভুল ছিল আমার?

কেড়ে নিয়েছো সব অধিকার

শুধুশুধুই ভালোবেসেছি

বৃথাই স্বপ্ন বুনেছি

নিজের সাথেই লড়ে আমি

নিজের কাছে হেরেছি

শুধুশুধুই ভালোবেসেছি

বৃথাই স্বপ্ন বুনেছি

নিজের সাথেই লড়ে আমি

নিজের কাছে হেরেছি

মুঠোফোনে বলা হাজার গল্পের ভিড়ে

যে রাতগুলো হারিয়ে যেত

তুমি চাইলেই চোখে চোখ রেখে

সেই রাতগুলো পেরিয়ে যেত

কখনও জানালার পাশে

কখনওবা খোলা আকাশের নিচে

বসে একসাথে, হাতে হাত রেখে

ঐ সন্ধ্যা তারাগুলো গোনা হতো

তুমি চাইলেই সবই হতো

দেখো আজও দু'চোখে আমার

তোমার দেয়া শেষ উপহার

শুধুশুধুই ভালোবেসেছি

বৃথাই স্বপ্ন বুনেছি

নিজের সাথেই লড়ে আমি

নিজের কাছে হেরেছি

শুধুশুধুই ভালোবেসেছি

বৃথাই সব স্বপ্ন বুনেছি

নিজের সাথেই লড়ে আমি

নিজের কাছে হেরেছি

Altro da Piran Khan/Arifur Rahman Jony

Guarda Tuttologo

Potrebbe piacerti