menu-iconlogo
huatong
huatong
popeye-bangladesh-mukho-mukhi-cover-image

Mukho Mukhi

Popeye bangladeshhuatong
savali_6huatong
Testi
Registrazioni
মন হারায় প্রেমে, ভালোবাসায়

তোমাকে ভেবে অবেলায়

চায় তোমাকে নিয়ে যেতে হেঁটে

দূরেতে কোনো অজানায়

যেখানে তুমি আমি শুধু

আর জোনাকী হাওয়ায়

দেখবো সূর্যোদয় দু'জন

পিছে দলে পাখি গুনগুনায়

শুয়ে রাতে ঘাসে খোলা আকাশে

দেখবো জোছনা তারা জড়ায়ে সাথে

মুখোমুখি চেয়ে রবো, চোখে চোখে বলবো যা কথা

ভাসবে হাওয়ায় অনুভূতি ভরা ভালোবাসা

ছুটে মন বারেবার তোমারই পিছু

চোখ নিদ্রাহারা

দেখা দাও এসে, কোথায় তুমি?

একা লাগে ভারি তুমি ছাড়া

চলো বৃষ্টিতে ভিজি দু'জন

ছুঁয়ে রেখে ঠোঁটে ঠোঁটে

চায় তোমাকে এ বুকে ভীষণ

মিশে যেতে তোমারই মাঝে

ধরে হাতে পাহাড় চূড়ায়

মেঘেদের দেশে হারাবো দু'জনা

পাশাপাশি বসে কথা বলবো ছোঁয়ারই ভাষায়

হেসে-খেলে দিন কাটাবো যত না ভালোবাসায়

শুয়ে রাতে ঘাসে খোলা আকাশে

দেখে যাবো জোছনা জড়িয়ে সাথে

মুখোমুখি চেয়ে রবো, চোখে চোখে বলবো কথা যত না

মিশে যাবো দু'জনে মাঝে দু'জনার

মন হারায় প্রেমে, ভালোবাসায়

তোমাকে ভেবে অবেলায়

Altro da Popeye bangladesh

Guarda Tuttologo

Potrebbe piacerti