menu-iconlogo
huatong
huatong
avatar

baje sovab বাজে স্বভাব

Prithwi Rajhuatong
ollectorshuatong
Testi
Registrazioni
কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে

কাছে আশা আশি আর হবেনা

চোখে চোখে কথা হবে ঠোটে ঠোটে নারা দেবে

ভালোবাসা বাসি আর হবেনা

সত রাত জাগা হবে থালে ভাত জমা রবে

খাওয়া দাওয়া কিছু মজা হবেনা

হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে

এই মন ভেঙে যাবে জাননা

আমার এই বাজে সভাব কোন দিন যাবেনা

আমার এই বাজে সভাব কোন দিন যাবেনা

ভুল বাল ভালোবাসি কান্নায় কাছে আশি

ঘৃনা হয়ে চলে যাই থাকিনা

কথা বলি একা একা সেধে এসে খেয়ে ছেকা

কেনো গাল দেওয়াবার বুঝিনা

খুব কালো কুনে কুনে গান শুনাবো গোপনে

দেখো যেনো আর কেও শুনে না

গান গেয়ে চলে যাবো বদনাম হয়ে যাবো

শুনাম তোমার হবে হোকনা

আমার এই বাজে সভাব কোনদিন যাবেনা

আমার এই বাজে সভাব কোনদিন যাবেনা

যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো

খেল ধরা কোনখানে রবেনা

আমি ছুয়ে দিলে পরে অকালেই যাবে জ্বরে

গলে যাবে যে বরফ গলেনা

আমি গলা বেঁচে খাবো গানের আশে পাশে রবো

ঠোটে ঠোটে রেখে কথা হবেনা

কারো একদিন হবো কারো এক রাত হবো

এর বেশি কারো রুচি হবেনা

আমার এই বাজে সভাব কোনদিন যাবেনা

আমার এই বাজে সভাব কোনদিন যাবেনা

কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে

কাছে আশা আশি আর হবেনা

চোখে চোখে কথা হবে ঠোটে ঠোটে নারা দেবে

ভালোবাসা বাসি আর হবেনা

সত রাত জাগা হবে থালে ভাত জমা রবে

খাওয়া দাওয়া কিছু মজা হবেনা

হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে

এই মন ভেঙে যাবে জাননা

আমার এই বাজে সভাব কোন দিন যাবেনা

আমার এই বাজে সভাব কোন দিন যাবেনা

Altro da Prithwi Raj

Guarda Tuttologo

Potrebbe piacerti