menu-iconlogo
huatong
huatong
pritom-hasan-mukhosh-cover-image

Mukhosh

Pritom Hasanhuatong
lasakdamphuatong
Testi
Registrazioni
যে চোখে হাসি ছিলো

আজ ঝরে নোনাজল

কেন নীরবে?

একটু একটু করে

এতোটা করে দিলে পর

বলো না কবে?

এইতো শেষ দেখা

পাবে না আর আমাক

আমি স্মৃতিগুলো কবর দেবো এই দুহাতে

তুমি ছাড়া ভালো থাকার (ভালো থাকার)

এক মিথ্যে মুখোশ পরে (মুখোশ পরে)

হেঁটে যাবে জীবন বহুদূরে (বহুদূরে)

যদি কখনো মনে পরে (মনে পরে)

তবে তুমি পাবে খুঁজে (পাবে খুঁজে)

হারিয়ে যাওয়া কোনো সুরে (কোন সুরে)

এতোটা ঘৃণা ছিল বুঝি নি কখনও আমার নামে

হাসি মুখে করে দিলে আমায় অপরাধী পরিনামে

তাইতো প্রতিদিন প্রাণহীন হয়ে বেঁচে থাকা

তুমি দূরে থেকে ধীরে ধীরে শিখো ভুলে যাওয়া

তুমি ছাড়া ভালো থাকার (ভালো থাকার)

এক মিথ্যে মুখোশ পরে (মুখোশ পরে)

হেঁটে যাবে জীবন বহুদূরে (বহুদূরে)

দেখ দেখ হাসতে পারি (হাসতে পারি)

এই বুকে পাথর রেখে (পাথর রেখে)

বুঝবে না কোন দিনও ভুলেও (ভুলেও)

তুমি ছাড়া ভালো থাকার (ভালো থাকার)

এক মিথ্যে মুখোশ পরে (মুখোশ পরে)

হেঁটে যাবে জীবন বহুদূরে (বহুদূরে)

ও হেঁটে যাবে জীবন বহুদূরে (বহুদূরে)

Altro da Pritom Hasan

Guarda Tuttologo

Potrebbe piacerti