menu-iconlogo
huatong
huatong
priyangbada-banerjee-amar-malotilata-cover-image

Amar Malotilata

Priyangbada Banerjeehuatong
agdas015huatong
Testi
Registrazioni
আমার মালতীলতা, ওগো, কী আবেশে দোলে

আমি সে কথা জানি না, আমায় কে গো দেবে বলে

আমার মালতীলতা, ওগো, কী আবেশে দোলে

আমি সে কথা জানি না, আমায় কে গো দেবে বলে

জানি না এ কী হাওয়া ছুঁয়েছে তারে

সেজেছে কেন ফুলে ফুলে পাতাবাহারে

কেন দোলে, ঢেউ তোলে

কেন দোলে হিল্লোলে

আমার মালতীলতা, ওগো, কী আবেশে দোলে

আমি সে কথা জানি না, আমায় কে গো দেবে বলে

বুঝি না এ কী মায়া লেগেছে মনে

বুঝি না এ কী মায়া লেগেছে মনে

হয়েছে এত খুশি কেন বিনা কারণে

কেন দোলে, ঢেউ তোলে

কেন দোলে হিল্লোলে

আমার মালতীলতা, ওগো, কী আবেশে দোলে

আমি সে কথা জানি না, আমায় কে গো দেবে বলে

Altro da Priyangbada Banerjee

Guarda Tuttologo

Potrebbe piacerti