menu-iconlogo
huatong
huatong
avatar

সালাম জানালে হয় কম/Salam janale/R

Rhuatong
JP123huatong
Testi
Registrazioni
সালাম জানালে

আমার সোনার ছেলেরা তাকিয়ে দেখোনা

সবাই চলে গেলেও তোমরা হাল ছাড়োনা

এই বাংলা মায়ের টান কখনো ভুলবে না

তোমাদের রিনের প্রতিদান

কেউ দিতে পারবে না

সালাম জানালে তো হয় কম

কিভাবে দেব প্রতিদান

সেলুট জানায় তোমাদের মন থেকে

তোমরাই তো বাংলার আসল প্রান

স্বার্থ ছাড়াই তো মাটির টান

ভাবোনি একটি বার জীবনও দিতে

আমার সোনার ছেলেরা তাকিয়ে দেখোনা

সবাই ছেড়ে গেলেও তোমরা হাল ছাড়োনা

এই বাংলা মায়ের টান কখনো ভুলবে না

তোমাদের রিনের প্রতিদান

কেউ দিতে পারবে না

Altro da R

Guarda Tuttologo

Potrebbe piacerti