menu-iconlogo
huatong
huatong
rabindranath-tagore-ektuku-choa-lage-cover-image

Ektuku Choa Lage

Rabindranath Tagorehuatong
tolinlimbomhuatong
Testi
Registrazioni
এক টুকু ছোঁয়া লাগে

এক টুকু কথা শুনি,

তাই দিয়ে মনে মনে

রচি মম ফাল্গুনী,

এক টুকু ছোঁয়া লাগে

এক টুকু কথা শুনি।

কিছু পলাশের নেশা,

কিছু বা চাঁপায় মেশা,

কিছু পলাশের নেশা,

কিছু বা চাঁপায় মেশা।

তাই দিয়ে সূরে সূরে

রঙ এ রসে জাল বুনি

তাই দিয়ে সূরে সূরে

রঙ এ রসে জাল বুনি

রচি মম ফাল্গুনী

এক টুকু ছোঁয়া লাগে

এক টুকু কথা শুনি।

যেটুকো কাছেতে আসে ক্ষনিকের ফাঁকে ফাঁকে

চকিত মনের কোনে স্বপনের ছবি আঁকে ,

যেটুকো কাছেতে আসে ক্ষনিকের ফাঁকে ফাঁকে

চকিত মনের কোনে স্বপনের ছবি আঁকে ,

যেটুকু যায় রে দূরে

ভাবনা কাঁপায় সূরে,

যেটুকু যায় রে দূরে

ভাবনা কাঁপায় সূরে,

তাই নিয়ে যায় বেলা

নূপুরের ও তাল গুনি

তাই নিয়ে যায় বেলা

নূপুরের ও তাল গুনি

রচি মম ফাল্গুনী

এক টুকু ছোঁয়া লাগে

এক টুকু কথা শুনি।

তাই দিয়ে মনে মনে

রচি মম ফাল্গুনী,

এক টুকু ছোঁয়া লাগে

এক টুকু কথা শুনি।

Altro da Rabindranath Tagore

Guarda Tuttologo

Potrebbe piacerti