menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Rup Nogorer

rahmanhuatong
houaria1huatong
Testi
Registrazioni
আমি রূপনগরের রাজকন্যা

আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি

ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি

আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি

ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি

নয়নেরই বান দিয়ে গো

যৌবনেরও দোল দিয়ে গো

নূপুরের তালে তালে তোমায় আমি বেঁধেছি

জানি গো জানি আমি তোমারে যে বেঁধেছি

আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি

ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি

সবার চোখে রং লাগিয়ে সবার মনে ঢেউ জাগিয়ে

নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি

জানি গো জানি সবার মন কে নিয়ে চলেছি

আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি

ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি

আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি

ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি

Altro da rahman

Guarda Tuttologo

Potrebbe piacerti