menu-iconlogo
huatong
huatong
rahul-duttaatiya-anisha-dube-achi-tomate-cover-image

Dube Achi Tomate

Rahul Dutta/Atiya Anishahuatong
neuman0001huatong
Testi
Registrazioni
বলবো কিছু, বলবো তোকে

চাইছে এ মন তোরই হতে

ইচ্ছেগুলো উড়ছে যেতে

দে না শুধু এ মনটা ছুঁতে

স্বপ্ন কত তোকে নিয়ে

রাখবো হাত তোরই হাতে

ডুবে আছি আমি তোমাতে

তুমি রাখো হাত এ হাতে

নিয়ন আলোয় চাঁদ এসেছে

ডুবে আছি আমি তোমাতে

তুমি রাখো হাত এ হাতে

নিয়ন আলোয় চাঁদ এসেছে

গোধূলির এই ক্ষণ যায় ফুরিয়ে

তোকে ভেবে বসে বসে

ইচ্ছে-খেয়ায় মন ভেসেছে

যায় সে ছুটে ছুটে

গোধূলির এই ক্ষণ যায় ফুরিয়ে

তোকে ভেবে বসে বসে

ইচ্ছে-খেয়ায় মন ভেসেছে

যায় সে ছুটে ছুটে

ডুবে আছি আমি তোমাতে

তুমি রাখো হাত এ হাতে

নিয়ন আলোয় চাঁদ এসেছে

ডুবে আছি আমি তোমাতে

তুমি রাখো হাত এ হাতে

নিয়ন আলোয় চাঁদ এসেছে

মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে

তোর খেয়ালে যাই হারিয়ে

হাত বাড়িয়ে দে হাতে

মন ভেজাবো তোর ছোঁয়াতে

মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে

তোর খেয়ালে যাই হারিয়ে

হাত বাড়িয়ে দে হাতে

মন ভেজাবো তোর ছোঁয়াতে

ডুবে আছি আমি তোমাতে

তুমি রাখো হাত এ হাতে

নিয়ন আলোয় চাঁদ এসেছে

ডুবে আছি আমি তোমাতে

তুমি রাখো হাত এ হাতে

নিয়ন আলোয় চাঁদ এসেছে

Altro da Rahul Dutta/Atiya Anisha

Guarda Tuttologo

Potrebbe piacerti