menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Ki Twor Apon Chilam Na |Rathindranath Roy

Rathindranath Royhuatong
____________G̶H̶U̶Mhuatong
Testi
Registrazioni
আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা

আমি কি তোর আপন ছিলাম না

আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা

আমি কি তোর আপন ছিলাম না

ছোট্ট কালে গাছ তলাতে

পুতুল খেলার ছলনাতে

ছোট্ট কালে গাছ তলাতে

পুতুল খেলার ছলনাতে

আম কুড়াতে যাইতাম দুইজনা রে জরিনা

আমি কি তোর আপন ছিলাম না

Track Arranged____G̶H̶U̶M

খেলার সাথী যখন ছিলাম…

আপন হইয়া কাছে রইলাম

সেই কথা কি মনে পড়ে না

খেলার সাথী যখন ছিলাম….

আপন হইয়া কাছে রইলাম

সেই কথা কি মনে পড়ে না

ভালোবেসে আদর করে

এখন কেন রইলি দূরে

ভালোবেসে আদর করে

এখন কেন রইলি দূরে

এর মতো আর নাইরে, যন্ত্রনা রে জরিনা

আমি কি তোর আপন ছিলাম না

Track Arranged____G̶H̶U̶M

ভালোবাসা কঠিন ব্যধি….

জ্বালায় পোড়ায় নিরবধি

সেই জ্বালা নি প্রাণে সহেনা

ভালোবাসা কঠিন ব্যধি…

জ্বালায় পোড়ায় নিরবধি

সেই জ্বালা নি প্রাণে সহেনা

প্রেম বিরহ আর তো সয় না

অন্তর পোড়ায় দেখা যায় না

প্রেম বিরহ আর তো সয় না

অন্তর পোড়ায় দেখা যায় না

সময় কালে তোরে পাইলাম নারে জরিনা

আমি কি তোর আপন ছিলাম না

ছোট্ট কালে গাছ তলাতে

পুতুল খেলার ছলনাতে

ছোট্ট কালে গাছ তলাতে

পুতুল খেলার ছলনাতে

আম কুড়াতে যাইতাম দুইজনা রে জরিনা

আমি কি তোর আপন ছিলাম না

আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা

আমি কি তোর আপন ছিলাম না

আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা

আমি কি তোর আপন ছিলাম না

Track Arranged____G̶H̶U̶M

Altro da Rathindranath Roy

Guarda Tuttologo

Potrebbe piacerti