menu-iconlogo
huatong
huatong
avatar

Tokey Chhara

Raz Deehuatong
pocubhuatong
Testi
Registrazioni
তোর চোখের কালো

লাগে আজও ভালো

আটকে থাকি আমি গভীরে

হাওয়াতে ঢেউ খেলানো চুল তোর

সে ভুলে আসে ফিরে ফিরে

নিজের সাথে বলে নেবো

তোর সাথে বলা হাজার কথা

হাসিতে আমি ডুবিয়ে দেবো আজ যত না বলা গোপন ব্যথা

তোকে ছাড়া ঘুম আসে না

তোকে ছাড়া ঘুম

তোকে ছাড়া তর সয় না আর

তোকে ছাড়া

তোকে ছাড়া মন লাগে না আর

তোকে ছাড়া

তোর নালিশে, আবদার আদরে

স্মৃতি ফেলে আসা বিছানায় সেই চাদরে

মিসডকল তুই বল

কত কথা প্রতিদিন হাতে হাত রেখে

আমরা এই শহরে

ছায়া হয়ে তুই ছিলি রোদ্দুরে

আলো হয়ে সাথী রাতের আঁধারে

যতনে রাখা তোর আঁকা সে ছবি

ফেলে যেটা গেছিস তুই সেদিন এইমনে

তোকে ছাড়া ঘুম আসে না

তোকে ছাড়া ঘুম

তোকে ছাড়া তর সয় না আর

তোকে ছাড়া

তোকে ছাড়া মন লাগে না আর

তোকে ছাড়া

তোকে ছাড়া ঘুম আসে না

তোকে ছাড়া ঘুম

তোকে ছাড়া তর সয় না আর

তোকে ছাড়া

তোকে ছাড়া মন লাগে না আর

তোকে ছাড়া

Altro da Raz Dee

Guarda Tuttologo

Potrebbe piacerti

Tokey Chhara di Raz Dee - Testi e Cover