menu-iconlogo
huatong
huatong
avatar

Chorono Dhorite Diogo Amare

RhythmicRajahuatong
💦🍃🪔Ridmik🆁🅰🅹🅰💖EDM🪔🍃💦huatong
Testi
Registrazioni
Singer

Durnibar

RhythmicRaja

++Let's Start++

চরণ ধরিতে দিয়ো গো আমারে

নিয়ো না, নিয়ো না সরায়ে

জীবন মরণ সুখ দুঃখ দিয়ে

বক্ষে ধরিব জড়ায়ে

চরণ ধরিতে দিয়ো গো আমারে

নিয়ো না, নিয়ো না সরায়ে

=== Music ===

স্খলিত শিথিল কামনার ভার

বহিয়া বহিয়া ফিরি কত আর

স্খলিত শিথিল কামনার ভার

বহিয়া বহিয়া ফিরি কত আর

নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,

ফেলো না আমারে ছড়ায়ে

চরণ ধরিতে দিয়ো গো আমারে

নিয়ো না, নিয়ো না সরায়ে

=== Music ===

চির পিপাসিত বাসনা বেদনা

বাঁচাও তাহারে মারিয়া

শেষ জয়ে যেন, হয় সে বিজয়ী

তোমারি কাছে তে হারিয়া

চির পিপাসিত বাসনা বেদনা

বাঁচাও তাহারে মারিয়া

শেষ জয়ে যেন, হয় সে বিজয়ী

তোমারি কাছে তে হারিয়া

বিকায়ে বিকায়ে দীন আপনারে

পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে

বিকায়ে বিকায়ে দীন আপনারে

পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে

তোমারি করিয়া নিয়ো গো আমারে

বরণের মালা পরায়ে

চরণ ধরিতে দিয়ো গো আমারে

নিয়ো না, নিয়ো না সরায়ে

--- ধন্যবাদ ---

Altro da RhythmicRaja

Guarda Tuttologo

Potrebbe piacerti