menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Nodi Rokto Periye _ এক নদী রক্ত পেরিয়ে/Rifat-LRB

Rifat-LRBhuatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
Testi
Registrazioni
শিরোনাম:- এক নদী রক্ত পেরিয়ে।

গীতিকার ও সুরকার:- খান আতাউর রহমান।

কন্ঠ:- সমবেত।

এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা

তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না

[> না, না, না, শোধ হবে না <]

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে

সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা

সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না,

[> না, না, না, ম্লান হবে না <]

হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না,,,

হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না,,,

বড়ো বড়ো লোকেদের ভীড়ে,

জ্ঞানী আর গুণীদের আসরে,,

তোমাদের কথা কেউ কবে না,

তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা,

তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না,

[> না, না, না, শোধ হবে না <]

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে

জীবনের দীনতা হীনতা নিয়ে,

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে

জীবনের দীনতা হীনতা নিয়ে,

তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে,,

তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে,,

মাঠে মাঠে কৃষাণের মুখে,

ঘরে ঘরে কৃষাণীর বুকে,,

স্মৃতি-বেদনার আঁখি নীড়ে

তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা

তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না,

[> না, না, না, শোধ হবে না <]

এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা

তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না,

[> না, না, না, শোধ হবে না <]

Altro da Rifat-LRB

Guarda Tuttologo

Potrebbe piacerti