menu-iconlogo
huatong
huatong
avatar

একদিন মাটির ভিতরে হবে ঘর EKdin Matir Vitore Hobe Ghor

Rinkuhuatong
shauna.langehuatong
Testi
Registrazioni
একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

প্রান পাখি উড়ে যাবে

পিঞ্জর ছেড়ে.... ....

ধরা ধামে সবি রবে

তুমি যাবে চলে....

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তারা সুত

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তারা সুত

সকলি হবে তোমার পর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্মচর

গলে পচে যাবে.... ....

শিরা উপ শিরা গুলি

ছিন্ন ভিন্ন হবে....

মুণ্ড মেরুদন্ড

সবি হবে খন্ড খন্ড

মুণ্ড মেরুদন্ড

সবি হবে খন্ড খন্ড

পড়ে রবে মাটিরো উপর

রে মন আমার

কেন বান্ধদালান ঘর

রে মন আমার

কেন বান্ধদালান ঘর

রুপেরি গৌরবে

সাজিয়াছ সাজ.... ....

সোনা দানা কত কি আর

রাজকী পোশাক....

যেদিন প্রান চালে যাবে

সবি পড়ে রবে

প্রান চালে যাবে

সবি পড়ে রবে

গায়ে দিবে মারকিন থান

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

ধন্যবাদ

Altro da Rinku

Guarda Tuttologo

Potrebbe piacerti