menu-iconlogo
huatong
huatong
avatar

আগে না জানিয়া পিছে না ভাবিয়া RKR

ripon আপলোডারhuatong
꧁🇵💞RIPON💕🌹দুরন্ত🌹huatong
Testi
Registrazioni
আগে না জানিয়া,

পিছে না ভাবিয়া।।

আগে না জানিয়া,

পিছে না ভাবিয়া

জীবনও ভরিয়া কাঁদিতে হইলো।

কত আশা ছিল,,,..

কত আশা ছিলরে বন্ধু,

কত আশা মনে ছিল.....।

M

R

-----------------------

যৌবনও সময়ে,

কত সহ্য করে।

পরের ঘরেতে আমার,

দিন যে গেল....।

যৌবনও সময়ে,

কত সহ্য করে।

পরের ঘরেতে আমার,

দিন যে গেল....।।

আসিবে বলে আমায়,

আশাতে রাখিলে।।

------------

আসিবে বলে আমায়,

আশাতে রাখিলে।।

নিরাশা করিলে হইতো ভাল।।

কত আশা ছিল,,,

কত আশা ছিলরে বন্ধু,

কত আশা মনে ছিল,

M

R

-----------------------

জালাল উদ্দিন বলে,

মরণের কালে।

দিও হাতে তুলে,

পথেরও আলো...।।

জালাল উদ্দিন বলে,

মরণের কালে।

দিও হাতে তুলে,

পথেরও আলো।।

মুখপানে চাহি্ হাসিয়া কহিও...।।

---------

মুখপানে চাহি্ হাসিয়া কহিও...।।

হৃদয়ে বসিও কথা ফুরাইলো

কত আশা ছিল,,,

কত আশা ছিলরে বন্ধু,

কত আশা মনে ছিল

আগে না জানিয়া

পিছে না ভাবিয়া।।

আগে না জানিয়া

পিছে না ভাবিয়া।।

জনমও ভরিয়া আমার কাঁদিতে হইলো

কত আশা ছিল,,,

কত আশা ছিলরে আমার,

কত আশা আমার ছিল।।

কত আশা ছিলরে আমার,

কত আশা আমার ছিল।।

Altro da ripon আপলোডার

Guarda Tuttologo

Potrebbe piacerti