menu-iconlogo
logo

Shams's collection- Ropto kora shobdogulo by Ritu Raj

logo
avatar
Ritu Rajlogo
🎼🆂🅷🅰🅼🆂-🅷🅰🆀🆄🅴🎼♦️𝙍𝙀𝘿logo
Canta nell'App
Testi
0:01-আ,,,,,আ,,,,,,আ,,,,

0:08-আ,,,,,,,,,,আ,,,,,,,,

0:11-আ,,,,,আ,,,,,আ,,,,

0:16-রপ্ত করা শব্দগুলো,

0:19-দ্বিধার কাছে জব্দ তাই,

0:23-ভাষা খুঁজে পায় না ভাষা,

0:26-কথার মুখে কথা নাই

0:31-মনের ঘরে তালা মারা

0:34-বন্দি আবেগ পায় না ছাড়া

0:38-কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই।।

0:46-কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই।।

0:54-রপ্ত করা শব্দগুলো

1:00-দ্বিধার কাছে জব্দ তাই,

1:04-ভাষা খুঁজে পায় না ভাষা,

1:07-কথার মুখে কথা নাই

Dhusor's collection

#############

1:27-সারাটা রাত মহড়া দেই

1:30-তোমায় কিছু বলবো বলে

1:35-দিনের আলোয় সব ভুলে যাই

1:38-তোমার মুখোমুখি হলে

1:42-ততোখানি পিছিয়ে আসি

1:47- যতোখানি এগিয়ে যাই

1:51-কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই ।।

1:59-কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই ।।

2:08-পা ধা নিধা সা,,,,,,,,আ,,,,

2:16-পা মা পা ধা,,,,,,,মা ধা মা রে,,,,,

2:22-গা,মা,মা,পা,,

2:24-বর্ণমালার বর্ণগুলো কেমন যেন বর্ণহীন

2:31-রঙিন মনের রঙিন আবেগ

2:35-লিখলে লাগে অর্থহীন

2:38-হাত বাড়াতে পাই না বলে

2:43-তোমার দিকে মন বাড়াই

2:47-কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই।।

2:55কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই ।।

3:03-রপ্ত করা শব্দগুলো,

3:06-দ্বিধার কাছে জব্দ তাই,

3:11-ভাষা খুঁজে পায় না ভাষা,

3:14-কথার মুখে কথা নাই

3:20-মনের ঘরে তালা মারা

3:24-বন্দি আবেগ পায় না ছাড়া

3:27-কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই।।

3:35-কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই

3:43-হুম হুম হুম হুম

3:45-হুম হুম হুম হুম

3:47-উহুম হুম হুম হুম হুম

3:51-লা লাল লা লা লা লালা

3:55-লালা লা লা লালা

4:00-হুম হুম হুম

4:02-হুম হুম হুম

4:04-লালা লা লালা

4:08-কেমন করে বুঝিয়ে বলি কতখানি তোমায় চাই

Shams's collection- Ropto kora shobdogulo by Ritu Raj di Ritu Raj - Testi e Cover