ও ও ও হো হো হো হো হো
ও হো হো হো হো হো....
তোমার নামে দলিল দিলাম
মনের বিরান চর
কোন বসন্তে বাঁধবে বলো
ভালোবাসার ঘর
তোমার নামে দলিল দিলাম
মনের বিরান চর
কোন বসন্তে বাঁধবে বলো
ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে
তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি
বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম
মনের বিরান চর
কোন বসন্তে বাঁধবে বলো
ভালোবাসার ঘর
রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারে বারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
রিমঝিম মৌনতা ছুঁয়ে যায় বারে বারে
অচেনা সুখ এসে দৃষ্টিতে কড়া নারে
আধো আলো আধো ছায়ায়
কাটে যে প্রহর
দিবানিশি তোমার লাগি
বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম
মনের বিরান চর
কোন বসন্তে বাঁধবে বলো
ভালোবাসার ঘর
নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
নির্ঘুম রাত জেগে আকাশের তারা গুনি
জোছনার রঙে রঙে স্বপ্নের জাল বুনি
সত্যি হয়ে পাশাপাশি থেকো
থেকো জনম ভর
দিবানিশি তোমার লাগি
বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম
মনের বিরান চর
কোন বসন্তে বাঁধবে বলো
ভালোবাসার ঘর
ক্ষণে ক্ষণে অবুঝ প্রাণে
তোলো একি ঝড়
দিবানিশি তোমার লাগি
বিবাগী অন্তর
তোমার নামে দলিল দিলাম
মনের বিরান চর
কোন বসন্তে বাঁধবে বলো
ভালোবাসার ঘর..