menu-iconlogo
logo

EI bristi veja raate chole jewo na

logo
Testi
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না..

বৃষ্টিরো ছন্দে বকুলেরো গন্ধে

বৃষ্টিরো ছন্দে বকুলেরো গন্ধে

আমায় তুমি ফেলে যেয়ো না

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না

এই বৃষ্টি ভেজা রাতে তুমি...ই

চলে যেয়ো না......

Uploaded BIPU সূরের ছোঁয়া Follow me

কতো দিন পরে কাছে এলে

ওগো এখনি কেন যাবে চলে...

এ হৃদয় জুড়ে পিয়াসা..

ভেঙ্গে দিয়োনা আমার এ আশা...

ভালো যদি আমায় নাই বাসো

একটু করো করুণা

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না

এই বৃষ্টি ভেজা রাতে তুমি...ই

চলে যেয়ো না.....

জীবনের আকা বাঁকা পথে..

ওগো কে রবে তোমার সাথে সাথে...

সবাই যখন চলে যাবে..

তবু আমায় তখন কাছে পাবে..

তুমি ছাড়া এই জীবনে

আর তো কিছুই চাইবো না

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না

বৃষ্টিরো ছন্দে বকুলেরো গন্ধে

বৃষ্টিরো ছন্দে বকুলেরো গন্ধে

আমায় তুমি ফেলে যেয়ো না

এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না

এই বৃষ্টি ভেজা রাতে তুমি...ই

চলে যেয়ো না......

যবানিকা

EI bristi veja raate chole jewo na di Runa Layla - Testi e Cover