menu-iconlogo
logo

Mone agun jole chokhe keno

logo
avatar
Runa Laylalogo
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻logo
Canta nell'App
Testi
"মনে আগুন জ্বলে"

শিল্পীঃ রুনা লায়লা

মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

নয়নো সাগর তাই,ভরেছি কান্নায়

মনেরো জ্বালা যদি

ভেসে যায় বন্যায়,

ভেসে যায় বন্যায়

নয়নো সাগর তাই,ভরেছি কান্নায়

মনেরো জ্বালা যদি

ভেসে যায় বন্যায়

ভেসে যায় বন্যায়

প্রেমেরি আগুন তবু চোখের জলে নেভেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

জ্বলি নিশিদিন, বুঝেছি জীবনে

পিরীতিরো জ্বালা মরে না মরণে

জ্বলি নিশিদিন বুঝেছি জীবনে

পিরীতিরো জ্বালা মরে না মরণে

মরে না মরণে

মনো পাখি বেঁধে রাখি কোথা সে পিঞ্জর

আগুনে পুড়েছে পাখা,

মনো পাখি বেঁধে রাখি কোথা সে পিঞ্জর

আগুনে পুড়েছে পাখা

হৃদয়ো ঝড়ো-ঝড়, হৃদয়ো ঝড়ো-ঝড়

প্রেমের পিঞ্জর ছাড়া

মনতো বাঁন্ধা পড়ে না

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

চোখেতে সাগর আছে আগুন যে তাই ধরেনা

Mone agun jole chokhe keno di Runa Layla - Testi e Cover