menu-iconlogo
huatong
huatong
rupam-islam-short-cover-image

নীল রং ছিল ভীষণ প্রিয় (Short)

Rupam Islamhuatong
mlewhitehuatong
Testi
Registrazioni
লা লা লা লা লা লা....

সেদিনও ছিল দুপুর এমন

ঝকঝকে রোদ অস্থির মন

আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়

সেদিনের মত কলেজের ক্লাস

শেষ হয়ে গেছে অবকাশ

পাওয়া গেছে ফের দেখার আকাশ

নীলচে সময়

নীল রঙ ছিল ভীষণ প্রিয়

তাই সব কিছু নীলিয়ে দিও

মনে পড়ে কি সেদিন

বলেছিলাম তোমায়

আজ নীল রং এ মিশে গেছে লাল

আজ রং চিনে নেবার আকাল

নীল বাতাসেও বে নীল ভেজাল

ভেসে বেড়ায়

আহা হা হা..

যেতে দাও সে দিনের মত

আহা হা হা..

পেতে দাও সে দিনের ক্ষত

আহা হা হা..

নীল শরীরে তোমায় ছোঁব

আহা হা হা ..

নীল সাগরে ভাসিয়ে দেব

আহা হা হা..

যেখানে সব বেড়া ভেঙে যায়

আহা হা হা..

সেই দূর পাহাড়ের নীলিমায়

শুনি আজো সেই দূরের তলব

বন্ধ ঘরের সেই পথের ঝলক

হুম...পথের সীমায় পাথর ফলক

দেয় ডাক......

Altro da Rupam Islam

Guarda Tuttologo

Potrebbe piacerti