menu-iconlogo
huatong
huatong
avatar

Shakhawat - Kichu kotha baki - কিছু কথা বাকি

Rupankar/Ujjainihuatong
🍁SAKHAWAT_hn🀄️🅸🅲🅾🅽🀄️huatong
Testi
Registrazioni
M: কিছু কথা বাকি ছিলো দু'জনার

সে কথা যে আজো বলা হলোনা

কিছু কথা বাকি ছিলো দু'জনার

সে কথা যে আজো বলা হলোনা

এভাবেই বোধ হয় ভালোবাসা হয়

এভাবেই প্রেমে বুঝি হয় ছলনা

F: বুকে যন্ত্রণারা সব দিশেহারা

বেরোনোর পথ খুজে পেলোনা

এভাবেই বোধ হয় ভালোবাসা হয়

এভাবেই প্রেমে বুঝি হয় ছলনা

M+F: কিছু কথা বাকি ছিলো দু'জনার

সে কথা যে আজো বলা হলোনা

M: তুমি দূরে দূরে সরে গেলে কবে

তা তো বুঝিনিও কোনোদিন

তুমি দূরে দূরে সরে গেলে কবে

তা তো বুঝিনিও কোনোদিন

ঐ রাত কবে ঘন কালো হলো

সকাল হলো যে বেরঙিন

দিন খালি খালি রাতে কুট-কচালি

দুচোখে যে তাই ঘুম এলোনা

এভাবেই বোধ হয় ভালোবাসা হয়

এভাবেই প্রেমে বুঝি হয় ছলনা

M+F: কিছু কথা বাকি ছিলো দু'জনার

সে কথা যে আজো বলা হলোনা

F: আজ আবার তুমি বহুদিন পরে

স্মৃতির খেয়াতে ভেসে এসে

আজ আবার তুমি বহুদিন পরে

স্মৃতির খেয়াতে ভেসে এসে

বকুল ফুলের ঐ গন্ধ মেখে

গেলে আমায় ফের ভালোবেসে

ভুলে যাওয়া গেলোনা আজো যখন

তবে মনেরই দরজা খোলোনা

M: এভাবেই বোধ হয় ভালোবাসা হয়

এভাবেই প্রেমে বুঝি হয় ছলনা

M+F: কিছু কথা বাকি ছিলো দু'জনার

সে কথা যে আজো বলা হলোনা

কিছু কথা বাকি ছিলো দু'জনার

সে কথা যে আজো বলা হলোনা

Altro da Rupankar/Ujjaini

Guarda Tuttologo

Potrebbe piacerti