menu-iconlogo
huatong
huatong
avatar

Prithibir Kach Theke

S D Rubelhuatong
rosspanserhuatong
Testi
Registrazioni
মেয়ে ১, ছেলে ২

মেয়েঃ পৃথিবীর কাছ থেকে

সূর্য বিদায় নিলে

নেমে আসে পৃথিবীতে চাঁদ..

আমার দু চোখ থেকে

আড়াল তুমি হলে

মরে যায় জীবনের সাধ

তুরু রু..

ছেলেঃ পৃথিবীর কাছ থেকে

সূর্য বিদায় নিলে

নেমে আসে পৃথিবীতে চাঁদ..

আমার দু চোখ থেকে

আড়াল তুমি হলে

মরে যায় জীবনের সাধ

মেয়েঃ আমি চাইনা তোমায় হারাতে

সকাল আর সন্ধ্যা রাতে।

ছেলেঃ আমি চাইনা তোমায় হারাতে

সকাল আর সন্ধ্যা রাতে।

কপি করে নতুন গান আপলোড দেওয়ার

মন মানসিকতা নষ্ট করিবেন না।

মেয়েঃ এই কাছাকাছি

তুমি আমি আছি

যতক্ষন যতোটা সময়

সেই টুকু ক্ষন যদি

হয়ে যায় পুরনো

মনে শুধু এইটুকু ভয়

ছেলেঃ ও... এই কাছাকাছি

তুমি আমি আছি

যতক্ষন যতোটা সময়

ও... সেই টুকু ক্ষন যদি

হয়ে যায় পুরনো

মনে শুধু এইটুকু ভয়

মেয়েঃ আমি প্রতিটি মুহূর্ত

চাই শুধু তোমাকে

ছায়ার মতো থাকো সাথে

ছেলেঃ আমি চাইনা তোমায় হারাতে

সকাল আর সন্ধ্যা রাতে।

মেয়েঃ আমি চাইনা তোমায় হারাতে

সকাল আর সন্ধ্যা রাতে।

গাওয়া শেষে লাইক দিয়ে

নতুন নতুন গান

আপলোড করার উৎসাহ দিবেন।

ছেলেঃ অন্তর জুড়ে

বাজে সুরে সুরে

একটাই সুখেরই গান

ও... সেই গানে প্রাণ আছে

আছে কিছু স্বপ্ন

তুমি এক আছো পিছুটান

মেয়েঃ হুম... অন্তর জুড়ে

বাজে সুরে সুরে

একটাই সুখেরই গান

সেই গানে প্রাণ আছে

আছে কিছু স্বপ্ন

তুমি এক আছো পিছুটান

ছেলেঃ আমি আমারই জীবনটা

দিয়েছি মিশিয়ে

তোমার জীবনেরই সাথে

মেয়েঃ পৃথিবীর কাছ থেকে

সূর্য বিদায় নিলে

নেমে আসে পৃথিবীতে চাঁদ

ছেলেঃ আমার দু চোখ থেকে

আড়াল তুমি হলে

মরে যায় জীবনের সাধ

মেয়েঃ আমি চাইনা তোমায় হারাতে

সকাল আর সন্ধ্যা রাতে।

ছেলেঃ আমি চাইনা তোমায় হারাতে

সকাল আর সন্ধ্যা রাতে।

তুরু রু...

Altro da S D Rubel

Guarda Tuttologo

Potrebbe piacerti