যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি ঝড় এসেছে, ওরে, ওরে ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথী যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি যেতে যেতে একলা পথে আকাশ-কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে আকাশ-কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি যেতে যেতে একলা পথে যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিলো তারে আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিলো তারে আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি
Jete Jete Ekla Pothe di Saawariya & Ranbir Kapoor - Testi e Cover