menu-iconlogo
huatong
huatong
avatar

একদিন মাটির ভিতরে হবে ঘর

Sabbir Mahmudhuatong
nrfrye72huatong
Testi
Registrazioni
উৎসর্গঃ প্রয়াত নায়ক মান্না'কে

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

প্রাণও পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে

ধরাধামই সবই রবে তুমি যাবে চলে

বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাঁরা সূতো

বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাঁরা সূতো

সকলই ভবে তোমার পর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্মচর গলে পচে যাবে

শিরা উপশিরা গুলি ছিন্নভিন্ন হবে

মুন্ডু মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড

মুন্ডু মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড

পরে রবে মাটিরও উপর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

SK LOVE SONG GROUP

রুপেরই গৌরবে সাজিয়াছো সাজ

সোনা দানা কত কি আর রাজকী পোশাক

যেদিন প্রাণও চলে যাবে

সবই পরে রবে

প্রাণও চলে যাবে

সবই পরে রবে

গায়ে দেবে মার্কি নুঠান

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে হবে ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

Altro da Sabbir Mahmud

Guarda Tuttologo

Potrebbe piacerti