family.....mirror
family id...981669
name..Saeid
music..
মনের আরেক নাম আয়না যদি হয়
প্রেমের কি নাম দিব বলোনা আমি
প্রেমের কি নাম দিব বলোনা
মনের আরেক নাম আয়না যদি হয়
প্রেমের কি নাম দিব বলোনা আমি
প্রেমের কি নাম দিব বলোনা
please wait
Music
ভালোবাসা হয় যদি পাঠশালা
প্রেমের আরেক নাম কাটার জ্বালা....
কাটার জ্বালা!
Please wait
music
ভালোবাসা হয় যদি পাঠশালা
প্রেমের আরেক নাম কাটার জ্বালা....
কাটার জ্বালা!
সে প্রেম আমায় দিও না গো
প্রেমের কি নাম দিবো বলো না!
আমি.. প্রেমের কি নাম দিবো বলো না।
music....please wait
নয়নের নীরেও ছবি আঁকা যায়!
ভালোবাসা কেউ পায় কেউ বা হারায়। (২ বার)
কেউ বা হারায়..
pleas wait
music
নয়নের নীড়ে ছবি আকা যায়
ভালোবাসা কেউ পায় কেউ বা হারায়..
কেউ বা হারায়..
সে প্রেম আমায় দিও না গো
প্রেমের কি নাম দিবো বলো না!
আমি.. প্রেমের কি নাম দিবো বলো না।
please wait
music
ভালোবেসে কেউ যদি দূরে সরে যায়
শিমুল হাসান বলে সেই বড় অসহায়,
বড় অসহায়। (২ বার)
music
ভালোবেসে কেউ যদি দুরে সরে যায়
শিমুল হাসান বলে সেই বড় অসহায়
বড় অসহায়..
সে প্রেম আমায় দিও না গো..
প্রেমের কি নাম দিবো বলো না!
আমি.. প্রেমের কি নাম দিবো বলো না।
মনের আরেক নাম আয়না যদি হয়
প্রেমের কি নাম দিবো বলো না!
আমি.. প্রেমের কি নাম দিবো বলো না।
আমি.. প্রেমের কি নাম দিবো বলো না
আমি.. প্রেমের কি নাম দিবো বলো না।।