menu-iconlogo
huatong
huatong
sakib--cover-image

বাধিয়া মায়া ডোরে কাদালি এমন করে

sakibhuatong
ᴿ᭄𝐒𝐇𝐀𝐊𝐈𝐁✵🅡︎Ⓜ️🅟︎࿐🇧🇩huatong
Testi
Registrazioni
বাধিয়া মায়া ডোরে

কাদালি এমন করে

এই কি প্রেমের,প্রতিদান

==শিল্পী=কামরুজ্জামান রাব্বি==

==ফ্যামিলি =RMP==

==আপলোড=সাকিব==

<===========>

বাধিয়া মায়া ডুরে

কাদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান

বাধিয়া মায়া ডুরে

কাদালি এমন করে

এই কি,প্রেমের প্রতিদান

<===========>

প্রথম যেদিন হাতে ধরে

বুকে তুলে নিলে মুরে

বলে ছিলে হৃদয় মাঝে দিবে স্থান

<===========>

প্রথম যেদিন হাতে ধরে

বুকে তুলে নিলে মুরে

বলে ছিলে হৃদয় মাঝে দিবে স্থান

করে মিথ্যা অভিনয়

কমল মন করেছো জয়

<===========>

করে মিথ্যা অভিনয়

কমল মন করেছো জয়

কেন সাজিলে পাষাণ

বাধিয়া মায়া ডোরে

কাদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান

<===========>

ছারিয়া মাতা পিতা

আত্মীয় কুটুম্ব বিতা

হৃদয়ে রেখেছি তোমার,প্রেমো বান

<===========>

ছারিয়া মাতা পিতা

আত্মীয় কুটুম্ব বিতা

হৃদয়ে রেখেছি তোমারপ্রেমো বান

কাদি দিবা রাত্রি তোর মোর বাসরে নাই বাতি

<===========>

কাদি দিবা রাত্রি তোর মোর বাসরে নাই বাতি

গেলো জাতি কুলো মান

বাধিয়া মায়া ডোরে

কাদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান

==আপলোড=সাকিব==

<===========>

যত খুশি দাওগো ব্যথা

হৃদয়ে রাখিবো গাঁথা

একদিন হবে ব্যথার-অবসান

<===========>

যত খুশি দাওগো ব্যথা

হৃদয়ে রাখিবো গাঁথা

একদিন হবে ব্যথার অবসান

সেদিন,প্রিয় বন্ধু বলে

বুক ভাসাবে নয়ন জলে

<===========>

সেদিন প্রিয় বন্ধু বলে

বুক ভাসাবে নয়ন জলেসালাউদ্দির

দেহ ছেড়ে চলে গেলে প্রাণ

বাধিয়া মায়া ডোরে

কাদালি এমন করে

এই কিপ্রেমের প্রতিদান

বাধিয়া মায়া ডুরে

কাদালি এমন করে

এই কি প্রেমের প্রতিদান

এই কি প্রেমের প্রতিদান

এই কি প্রেমের প্রতিদান

====সমাপ্ত====

Altro da sakib

Guarda Tuttologo

Potrebbe piacerti