menu-iconlogo
huatong
huatong
avatar

O Amar Bondhu Go

Salman Shahhuatong
odellsmobilegroominghuatong
Testi
Registrazioni
ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

এক সাথে রয়েছি দুজন

এক ডোরে বাঁধা দুটি প্রাণ

ছিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান।

তুমি আমারই বলবো শতবার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

হাত দু'টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ।

হাত দু'টি ধরেছি তোমার

মানবো না কোনো বাধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ।

তুমি আমারই, হায়, বলবো শতবার.

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

ও আমার বন্ধু গো

চির সাথী পথ চলার,

তোমারই জন্য গড়েছি আমি

মনজিল ভালোবাসার।

Altro da Salman Shah

Guarda Tuttologo

Potrebbe piacerti