menu-iconlogo
huatong
huatong
avatar

Akash Amay Bhorlo Aloy

Samadipta Mukherjee/Timir Biswashuatong
mitenatiemeyhuatong
Testi
Registrazioni
আকাশ আমায় ভরল আলোয়

আকাশ আমি ভরব গানে

সুরের আবীর হানব হাওয়ায়

নাচের আবীর হাওয়ায় হানে

আকাশ আমায় ভরল আলোয়

আকাশ আমি ভরব গানে

সুরের আবীর হানব হাওয়ায়

নাচের আবীর হাওয়ায় হানে

আকাশ আমায় ভরল আলোয়

আকাশ আমি ভরব গানে

সুরের আবীর হানব হাওয়ায়

নাচের আবীর হাওয়ায় হানে

আকাশ আমায় ভরল আলোয়

ওরে পলাশ, ওরে পলাশ

রাঙা রঙের শিখায় শিখায়

দিকে দিকে আগুন জ্বলাস

আমার মনের রাগরাগিণী

রাঙা হল রঙিন তানে

আকাশ আমায় ভরল আলোয়

দখিন হাওয়ায় কুসুমবনের

বুকের কাঁপন থামে না যে

নীল আকাশে সোনার আলোয়

কচি পাতার নূপুর বাজে

দখিন হাওয়ায় কুসুমবনের

বুকের কাঁপন থামে না যে

নীল আকাশে সোনার আলোয়

কচি পাতার নূপুর বাজে

ওরে শিরীষ, ওরে শিরীষ

মৃদু হাসির অন্তরালে

গন্ধজালে শূন্য ঘিরিস

তোমার গন্ধ আমার কণ্ঠে

আমার হৃদয় টেনে আনে

আকাশ আমায় ভরল আলোয়

আকাশ আমি ভরব গানে

সুরের আবীর হানব হাওয়ায়

নাচের আবীর হাওয়ায় হানে

আকাশ আমায় ভরল আলোয়

Altro da Samadipta Mukherjee/Timir Biswas

Guarda Tuttologo

Potrebbe piacerti