menu-iconlogo
huatong
huatong
avatar

কি মায়া লাগাইলি Ki maya lagaili

Samz vaihuatong
seanpower10huatong
Testi
Registrazioni
এই ক্লান্ত দুপুরে

তোরে খুব মনেপরে

কেনো জানি অযথাই

চোখের পানি ঝড়ে

মিছে মায়ার এ ভুবনে, হায়

কেউ কারো নয়।

দিন শেষে চলে যায়

যে যার ঘরে..

কি মায়া লাগাইলি মোরে

বাধলি কোন প্রেমের ডোরে

কেনো তোরে ভুলিতে পারি না......

যত চাই থাকতে ভুলে

ততই তোরে মনে পড়ে

তোর স্মৃতি মোছা তো যায় না.....

তিলে তিলে যাচ্ছে পুড়ে হৃদয়

ওরে দেখ না কেউ এসে

এ আমি জানতাম কি হবে এমন

এতটা.. ভালবেসে

জানিতাম যদি উড়ে যাবি

মনের শিকল ছিড়িয়া

আদর সোহাগ দিয়া তোরে

রাখিতাম বান্ধিয়া

কি মায়া লাগাইলি মোরে

বাধলি কোন প্রেমের ডোরে

কেনো তোরে ভুলিতে পারি না....

যত চাই থাকতে ভুলে

ততই তোরে মনে পড়ে

তোর স্মৃতি মোছা তো যায় না....

কি মায়া লাগাইলি মোরে

বাধলি কোন প্রেমের ডোরে

কেনো তোরে ভুলিতে পারি না...

যত চাই থাকতে ভুলে

ততই তোরে মনে পড়ে

তোর স্মৃতি মোছা তো যায় না....

Altro da Samz vai

Guarda Tuttologo

Potrebbe piacerti