menu-iconlogo
huatong
huatong
avatar

Khachar Pakhi

Samz vaihuatong
sandrapmh1968huatong
Testi
Registrazioni
খাঁচার পাখি যায় রে উইড়া

যে চইলা যাওয়ার যায় গো চইলা

বাধা দিস না রে মন,

জোর করে হায় কারো মন জয়

করা যায় না।

খাঁচার পাখি উইড়া যাইতে

চায় বন বাদাড়ে,

ভাল্লাগেনা খাঁচাটা তার

বুঝবে মায়া কি করে।

আপন মানুষ যখন আর

আপন ঘরে রয় না,

যার নাহি মন সে কি বুঝবে

হৃদয় পুড়ার যন্ত্রনা।

মন রে, মন রে, ওরে ও মন রে...

খাঁচার পাখি যায় রে উইড়া

শিকল ছিড়িয়া,

লাভ হইবো না তার লাগি আর

মায়া বাড়াইয়া।

খাঁচার পাখি যায় রে উইড়া

শিকল ছিড়িয়া,

লাভ হইবো না তার লাগি আর

মায়া বাড়াইয়া।

HLM GROUP

সুখের সময় ছিলি পাশে

দুঃখে গেলি ভাসাইয়া,

আপন আমার হইলি না তুই

কার মায়ায় পইড়া?

মন খারাপে কে দিবে তোকে

সুখের সান্ত্বনা,

চিনলি না তুই আপন মানুষ

দিলি বেদনা।

জানতাম যদি পাখি রে তুই

যাবি উড়িয়া,

মন পিঞ্জরায় যতন কইরা

রাখতাম বাঁধিয়া।

মন রে, মন রে, ওরে ও মন রে...

খাঁচার পাখি যায় রে উইড়া

শিকল ছিড়িয়া,

লাভ হইবো না তার লাগি আর

মায়া বাড়াইয়া।

খাঁচার পাখি যায় রে উইড়া

শিকল ছিড়িয়া,

লাভ হইবো না তার লাগি আর

মায়া বাড়াইয়া।

ও তুই ভুইলা যাবি মোরে নতুন

ভালোবাসার লোভে,

ভুইলা যাবি আমি নামক

শব্দ ছিলাম কবে।

ও তুই ভুইলা যাবি মোরে নতুন

ভালোবাসার লোভে,

ভুইলা যাবি আমি নামক

শব্দ ছিলাম কবে।

মন রে, মন রে, ওরে ও মন রে..

খাঁচার পাখি যায় রে উইড়া

শিকল ছিড়িয়া,

লাভ হইবো না তার লাগি আর

মায়া বাড়াইয়া।

খাঁচার পাখি যায় রে উইড়া

শিকল ছিড়িয়া,

লাভ হইবো না তার লাগি আর

মায়া বাড়াইয়া।

Altro da Samz vai

Guarda Tuttologo

Potrebbe piacerti

Khachar Pakhi di Samz vai - Testi e Cover