menu-iconlogo
huatong
huatong
avatar

এখন তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে by S.D Rubel

Sanjoy Kumar Dashuatong
🦋KumarSanjoy-🌻🇫u200b🎶🇸u200bhuatong
Testi
Registrazioni
Every one are Most welcome to

Fearless Singers Family

I am Sanjoy Kumar Das From

Fearless Singers Family

গানঃ এখন তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে।

শিল্পী ঃ এস ডি রুবেল।

এখন তোমার কাছে

আমার প্রয়োজন ফুরিয়ে গেছে

এখন তোমার কাছে

আমার প্রয়োজন ফুরিয়ে গেছে।

সব আশা তুমি ভেঙে দিয়েছো

ভালোবাসা তবুও তেমনি আছে।

এখন তোমার কাছে আমার প্রয়োজন

ফুরিয়ে গেছে।।

হয়তো সুখেই আছো তুমি

দুঃখই পেলাম শুধুই আমি

হয়তো সুখেই আছো তুমি

দুঃখই পেলাম শুধুই আমি

স্মৃতিগুলো জলে ভিজে

ঝরে পড়ে রাতে

চোখেরি কোনে।

এখন তোমার কাছে আমার প্রয়োজন

ফুরিয়ে গেছে।।

প্রানহীন মরুতে আছি একা

এখন আর হয়না স্বপ্ন দেখা

প্রানহীন মরুতে আছি একা

এখন আর হয়না স্বপ্ন দেখা

বুকভরা ব্যাথা নিয়ে

কেটে যায় দিন একা নিরবে।।

এখন তোমার কাছে আমার প্রয়োজন

ফুরিয়ে গেছে।

সব আশা তুমি ভেঙে দিয়েছো

ভালোবাসা তবুও তেমনি আছে।

এখন তোমার কাছে আমার প্রয়োজন

ফুরিয়ে গেছে।

এখন তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে

এখন তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে।।

স মা প্ত

Altro da Sanjoy Kumar Das

Guarda Tuttologo

Potrebbe piacerti