menu-iconlogo
huatong
huatong
avatar

Zara Zara (Bengali Version)

Sayanhuatong
rolf_anderssonhuatong
Testi
Registrazioni
আমি তোমার সাথেই,

আমাকে খুঁজে পাই

এখনও যত্ন করে যাই,

যদিও তুমি বহুদূরে....

আমি আজও পাগল,

তোমারি ওই প্রেমে

গেছি হারিয়ে রাতের, আকাশে

তবে কি কাহিনী শেষ, আমাদের~~

আমি ভাবি, যদি আবার

ছুঁতে পারতাম তোমাকে

সত্যি বা, স্বপ্নই হোক,

এ দূরত্ব শেষ হয়ে যেত যে

ভালোলাগা, ভালোবাসার,

তফাৎ কি যে হয়,জানতাম না

তবে কি আজ, সব দোষটা আমার

দেরি করেছি বুঝতে তবু ভয়

ভয় পেওনা, আমি আছি, তোমারই পাশে

দূরে যেও না, রাখবো আমি, জড়িয়ে তোমাকে...

জানিনা কোন ভুলে রাখিনি যে কাছে

তোমায় ভালোবেসে,

হারিয়ে ছিলাম নিজেকে

আশায় বারে বারে ক্ষমা করে

আমায় মেনে নিতে, নেবে কি আজ সেভাবে ~~

অভিমান করো না, কেউ নেই তুমি ছাড়া আমার

আগলে নাও যদি আমায় বুকে টেনে

কাঁদবো জড়িয়ে তোমায়

ভালোলাগা ভালোবাসা

তফাৎ কি হয়, জানতাম না

তবে কি আজ,সব দোশটা আমার

দেরি করেছি, বুঝতে তবু

ভয়, ভয় পেয়ো না

আমি আছি তোমারই পাশে

দূরে যেওনা রাখবো আমি,

জড়িয়ে, তোমায়কে

Altro da Sayan

Guarda Tuttologo

Potrebbe piacerti