menu-iconlogo
huatong
huatong
avatar

ajj janmodin tomar

Shafin Ahamedhuatong
otanama2huatong
Testi
Registrazioni
আজ জন্মদিন তোমার

মূল গায়কঃ শাফিন অাহমেদ "মাইলস'

Re uoload ANIK DSS

ইয়ে... ইয়ে... ইয়ে...হে

আজকের আকাশে অনেক তারা,

দিন ছিল সূর্যে ভরা,

আজকের জোছনাটা আরো সুন্দর,

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগা

মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল

তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল

ভালবাসা নিয়ে নিজে তুমি

ভালবাসো সব সৃষ্টিকে

ভালবাসা নিয়ে নিজে তুমি

ভালবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ

আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

আজকের আকাশে অনেক তারা,

দিন ছিল সূর্যে ভরা,

আজকের জোছনাটা আরো সুন্দর,

সন্ধ্যাটা আগুন লাগা

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগা

মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,

শুভেচ্ছা তোমায়

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

Altro da Shafin Ahamed

Guarda Tuttologo

Potrebbe piacerti